রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন
এমএম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: ইসলামিক রিলিফ বাংলাদেশ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মা-অভিবাবকদের নিয়ে পুনর্মিলনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত স্থানীয় পাগলা বাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে পুনর্মিলনী সমাবেশ অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রাথামিক সহকারি শিক্ষা অফিসার মোঃ আব্দুল বারেকের সভাপতিত্বে ও ইসলামিক রিলিফ স্বেচ্ছাসেবক রামিমা বেগমের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা জেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশীদ। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইসলামিক রিলিফ বাংলাদেশ সুনামগঞ্জ জেলা ব্যাবস্থাপক শাহ শহিদ আহমেদ, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদাক এম এ কাসেম, পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল মজুমদার, ডুংরিয়া মাদরাসার সুপার মাওলানা খাইরুল ইসলাম, শিক্ষক শিহাবুর রহমান, এফআইবিডিবি কমিউনিটি অর্গানাইজার সুভাষ আচার্য্য, শিশু সুরক্ষা প্রকল্পের মৃদুলা দেব, শিক্ষক জিয়া উদ্দিন, ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর ফিল্ড অফিসার শাহজান সিরাজ, নুর নবী, আতাউর রহমান সেন্টু মিয়াসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৬ শতাধিক এতিম শিক্ষার্থীদের মা অভিভাবক প্রমুখ। পরিশেষে গজল, কবিতা আবৃতি প্রতিযোগীদের মাঝে পুরস্কুর বিতরণ করা হয়।