রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক (সুনামগঞ্জ): দোয়ারাবাজারে সুন্দর আলী (৪০) নামের এক ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার নরসিংপুর ইউনিয়নের পুরান সিরাজপুর গ্রামের মৃত মুজেফর আলীর (লতা) ছেলে। বৃহস্পতিবার ২ নভেম্বর দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে। জানা যায়, বুধবার গভীর রাতে বাড়ির পাশের একটি গাছের সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তবে আত্মহত্যার কোন কারণ জানা যায় নি। দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে।