শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:১৯ পূর্বাহ্ন
শফিউল আলম, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: বিশ্বম্ভরপুরে ফজলুল হক স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্টিত হয়েছে। শুক্রবার (৩ নম্বেবর) সকাল ১০.৩০ মিনিট থেকে শুরু হয়ে দুপুর ১২.৩০ মিনিট পর্যন্ত উপজেলার পলাশ উচ্চ বিদ্যালয়, ধনপুর আছমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয় ও মথুরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বাংলা, ইংরেজী, গণিত, বিজ্ঞান ও সাধারণজ্ঞান মোট ৫টি বিষয়ে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে পরির্দশন করেন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ ও ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার। পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন ফজলুল হক ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মোঃ রোকনুজ্জামান। ফজলুল হক ফাউন্ডেশনের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা সেলিম আহমদ জালালী জানান, পরীক্ষায় উপজেলার ৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণীর মোট ৮০৫ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। ফজলুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইফুল আলম খোকন ও শিক্ষাসচিব মুজিবুর রহমান জানান, অন্যান্য বছরের ন্যায় এ বছরও পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। পলাশ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কেন্দ্র সচিব হিসেবে ছিলেন ধীরেন্দ্র দেবনাথ শ্যামল, ধনপুর আছমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কেন্দ্র সচিব হিসেবে ছিলেন সাইদুর রহমান, মথুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র সচিব হিসেবে ছিলেন হারুনুর রশিদ। জানা যায়, ফজলুল হক ফাউন্ডেশন ২০১৪ সাল থেকে এই বৃত্তি পরীক্ষা নিয়মিতভাবে পরিচালিত করে আসছে।