শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৬:০০ অপরাহ্ন
চান মিয়া, নিজস্ব প্রতিবেদক (সুনামগঞ্জ): ছাতকে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থদের হতদরিদ্র লোকজনের মধ্যে ভিজিএফের চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বোরবার ৫ নভেম্বর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান। ২০১৭ সালের অক্টোবর মাসের ৭শ’ ২৫টি ভিজিএফ কার্ডে জনপ্রতি ৩০ কেজি করে ২১ হাজার ৭শ’ ৫০ কেজি চাল ও নগদ ৫শ’ টাকা করে ৩ লাখ ৬২ হাজার ৫শ’ টাকা বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা সমাজসেবা অফিসারের প্রতিনিধি ফয়জুর রশিদ, ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সামছুল হক, ইউপি সদস্য আব্দুর রহমান, রাজন তালুকদার, আনোয়ার হোসেন, আলকাব আলী, মাহমুদ আলী, সুরেতাজ মিয়া, হোসাইন আহমদ লনি, নিজাম উদ্দিন, সাবেক ইউপি সদস্য আলমগীর কবির, ইউপি সদস্যা শোভারাণী দাশ, রেহেনা বেগম, ছাদিকা বেগম, ইউপি সচিব অধীর রঞ্জন দাস, ইউডিসি উদ্যোক্তা সুজেল মিয়াসহ এলাকার গণ্যমান্য লোকজন।