শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন
বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: বাংলাদেশ সরকারের কৃষি পূর্ণবাসনের বীজ, সার ও টাকা বিতরণ সঠিকভাবে দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্থ কৃষকদের মধ্যে বিতরণ করার লক্ষ্যে বিশ^ম্ভরপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিছবাহ প্রধান অতিথি হিসেবে যোগ দেন। বিশ^ম্ভরপুর উপজেলা হলরুমে ৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্থ কৃষকদের বহু কাঙ্খিত উদ্বোধনী অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সমির বিশ^াস ও সঞ্চালনায় ছিলেন শিক্ষক অঞ্জন কুমার দে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ। বক্তব্য রাখেন পলাশ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাইয়ূম মাস্টার, ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান রনজিত চৌধুরী, বাদাঘাট দক্ষিন ইউনিয়ন চেয়ারম্যান মোঃ এরশাদ মিয়া, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বেনজীর আহমদ মানিক, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রহমান, কৃষকদের পক্ষে স্বপন কুমার বর্মন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার, উপজেলা জাতীয় যুব সংহতি সভাপতি মহিম উদ্দিন মহিম, জাপা নেতা আব্দুল কাদির, উপজেলার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গসহ কৃষক সমাজ ও সাধারন জনগন। এমপি পীর ফজলুর রহমান মিছবাহ তার বক্তব্যে বলেন, কৃষি পুণর্বাসন বিতরণে প্রকৃত কৃষক বঞ্চিত হলে কিংবা অন্য কোন সমস্যা দেখা দিলে সরাসরি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করার কথা বলেন। সরকারি বরাদ্ধের বীজ, সার ও টাকা বিতরনের অনিয়ম দূর্নীতির কথা অতীতে অনেক শুনেছি আর শুনতে চাইনা। গত বোর মৌসুমে হাওর অঞ্চলের বোর ফসলী কৃষকরা ব্যাপক ফসল হানীতে ক্ষতিগ্রস্থ হওয়ার পর বিশেষ ভিজিএফ চালুসহ সরকার কৃষকদের সহায়তা করে আসছেন। আগামী ফসল উৎপাদনের লক্ষ্যে বিশ্বম্ভরপুর উপজেলার ১৪ হাজার ২৯২ জন কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ সার ও নগদ টাকা বিতরণের ব্যবস্থা গ্রহণ করেছেন। সরকারি প্রণোদনা কৃষকরা যাতে কাজে লাগিয়ে ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে পারে এজন্য সকলের সহযোগীতায় বাস্তবায়ন করতে হবে। এছাড়াও আগামী বোর ফসল রক্ষার বাঁধ নির্মাণে দল মত নির্বিশেষে সকলের সহায়তার আহবান জানান। আলোচনা সভার পর কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করে উক্ত কর্মসূচির উদ্ভোধন করেন। জানা যায়, ফসলের আনুপাতিক হারে কৃষি কার্ডের মাধ্যমে বিনামূল্যে ১০ কেজি কৃষি বীজ, ডিএপি-২০ কেজি, এমওপি-১০ কেজি ইত্যাদি মাথাপিছু বিতরনের ব্যবস্থা করা হয়েছে এ উপজেলায়।