সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:২৯ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে গায়েব হওয়া তিনটি গাড়ি চুরি হয়নি। গাড়িগুলো যথাস্থানে ফিরিয়ে আনা হয়েছে। শনিবার সিলেট সিটি করপোরেশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মেয়র এমন দাবী করেন।
মেয়র আরিফ বলেন, ‘সিটি করপোরেশন নতুন কয়েকটি গাড়ি পেয়েছে। এসব গাড়ি রাখার স্থান সংকুলান না হওয়ায় পুরনো অকেজো গাড়িগুলো সরিয়ে নিতে বলা হয়েছিল। তবে সিসিক কর্মীরা ওই গাড়ি তিনটি বর্জ্য ফেলার স্থানে নিয়ে ফেলে দেয়। বিষয়টি আমি জানতে পেরে গাড়িগুলো ফিরিয়ে আনতে তাদেরকে নির্দেশ দেই। পরে গাড়িগুলো যথাস্থানে নিয়ে আসা হয়।’
তিনি সাংবাদিকদের সামনে ডাম্পিং স্টেশনে ফেলা গাড়ির ছবি মোবাইল সেট থেকে প্রদর্শন করেন। তিনি জানান, তিনটি গাড়ী একটি পিকআপ, একটি এম্বুলেন্স এবং একটি মিনি ট্রাক। এই তিনটি গাড়ি একেবারে অকেজো। বিআরটিএ এই তিনটি গাড়ির মুল্য নির্ধারন করে দিয়েছে যথাক্রমে পিকআপ আটহাজার টাকা, এম্বুলেন্স পনের হাজার টাকা এবং মিনি ট্রাক বিশ হাজার টাকা।সুতরাং বুঝতেই পারছেন এগুলোর অবস্থা। মেয়র জানান, এ ব্যাপারে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির রির্পোটে দায়িত্বে অবহেলা বা গাফিলতির জন্য যাদের নাম আসবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে । সংবাদ মম্মেলনে প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার বিপুল সংখ্যক সাংবদিক উপস্থিত ছিলেন।