সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন
চান মিয়া, নিজস্ব প্রতিবেদক (সুনামগঞ্জ): ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক প্রতিটি ইউনিয়নে একটি একটি করে কলেজ প্রতিষ্ঠার আশ্বাস দিয়ে বলেছেন, শিক্ষিত জাতি গঠনে সকলের নিরলসভাবে কাজ করে যেতে হবে। এজন্যে বছরের শুরুতে বিনামূল্যে নতুন বই দেয়াসহ শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকার বৈল্পবিক পরিবর্তন সাধন করেছে। এখন উচ্চ শিক্ষা অর্জনে শহরমূখী হতে হয়না প্রত্যন্ত অঞ্চলে স্কুল-কলেজ রয়েছে। ডিগ্রি কলেজগুলোতে অনার্স চালু হয়েছে। শনিবার (১১ নভেম্বর) দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের প্রগতি উচ্চবিদ্যালয়কে কলেজে উন্নীত করায় বিদ্যালয় পরিচালনা কমিটি, অভিভাবক, শিক্ষকবৃন্দ, প্রাক্তন ছাত্রছাত্রী, বর্তমান ছাত্রছাত্রীসহ এলাকবাসীর যৌথ উদ্যোগে এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পরে পানাইল গ্রামবাসীর উদ্যোগে পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাবেক চেয়ারম্যান দেওয়ান মাহবুব রাজা চৌধুরীর সভাপতিত্বে, অশক কুমার দাস ও জাবেদ আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি মানিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা আ’লীগের আহব্বায়ক ছানাউর রহমান ছানা, ছাতক পৌরসভার সাবেক পৌর মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল খালেক, দোহালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল, লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক, দোহালিয়া ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, দোয়ারাবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ একরামুল হক, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম আহমদ চৌধুরী রানা, ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহব্বায়ক সৈয়দ আহমদ, পাণ্ডারগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, আবদাল হোসেন, আওয়ামীলীগ নেতা বরুন চন্দ দাস, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নূর মিয়া, সাধারণ সম্পাদক বশির উদ্দিন, মান্নারগাও ইউনিয়নের সাধারন সম্পাদক ভানু দাস, জেলা সেচ্ছাসেবকলীগ নেতা বাবুল রায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ছালিক মিয়া, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান কালা মিয়া, সাজিদ মিয়া, জিতেন্দ্র মোহন দাস, গৌছুল ইসলাম, রহিম মিয়া, ইউপি সদস্য আব্দুস সোবহান, নুর উদ্দিন, আফিজ আলী, সুলতান আহমদ, আবুল কালাম, হবুল হোসেন, রুনু বালা দাস, সবিতা রানী দাস, বাহার বেগম, দোহালিয়া বাজার উপ-শাখা কমিটির সভাপতি মোঃ আকলু হোসেন, আকদ্দুছ আলী, আব্দুল কাদির প্রমূখ। উক্ত অনুষ্ঠানে দোহালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোঃ ফখর উদ্দিনসহ তিনশতাধিক বিএনপির নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেন।