মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:১৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): সুনামগঞ্জ জেলা পুলিশ পেশাগত কাজে সঠিক দায়িত্ব পালনের জন্য সুনমাগঞ্জের বিভিন্ন থানায় কর্মরত অফিসার ইনচার্জসহ পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করেছে। সোমবার দুপুরে সুনামগঞ্জ পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে পুলিশের মাসিক কল্যাণ সভায় এ পুরস্কার প্রদান করা হয়।
দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের নেতৃত্বে গত ২২ অক্টোবর ২০১৭ ইং তারিখ রাতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় পাইপগান, অস্ত্র উদ্ধার ও ডাকাতদের গ্রেফতার করায় ভাল কাজের জন্য ক্রেস্ট ও সম্মাননা সনদপত্র প্রদানের মাধ্যমে পুরস্কারকৃত করা হয়েছে। পুরস্কৃতরা হলেন দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, এএসআই রিমন খাঁন, এএসআই জাকির হোসেন। এ সময় পুরস্কৃতদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন সুনামগঞ্জের পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ, সিনিয়র পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, জগন্নাথপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান, ছাতক সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দুলন মিয়া, দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বেলায়েত হোসেন, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ কাজী মোক্তাদির হোসেন প্রমুখ।