বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৩ অপরাহ্ন
সাইফ উল্লাহ, বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ): সুনামগঞ্জের জামালগঞ্জ ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক আবু তৌহিদ জুয়েলের জানাযার নামাজ শনিবার দুপুরে জামালগঞ্জ ডিগ্রী কলেজের মাঠে প্রথম অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, গত শুক্রবার সকালে ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের কাকিয়াম গ্রামের নিজ বাড়ী সিমানা নিয়ে পাশ্বকর্তী আব্দুল খালেক ও আব্দুর রাজ্জাকের সাথে কথা কাঠাকাঠি নিয়ে এ পর্যায়ে আব্দুল খালেক ও আব্দুর রাজ্জাক দল বল নিয়ে আবু তৌহিদ জুয়েলের উপর ঝাপিয়ে পড়ে। জুয়েল ঘটনাস্থলে অচেতন হয়ে যায় এ সময় স্থানীয়রা আবু তৌািহদ জুয়েলকে নিয়ে ধর্মপাশা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডা. তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। জানাজার নামাজে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম আল ইমরান, জামালগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম শামীম, প্রভাষক আব্দুল কাদির, কামরুল ইসলাম সবুজ, রফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নান তালুকদার, মোঃ মতিউর রহমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ ওয়ালী উল্লাহ সরকার, বাংলাদেশ সাংবাদিক সমিতির সদস্য সাইফ উল্লাহসহ সকল ছাত্রবৃন্দ ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।