মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): দক্ষিণ সুনামগঞ্জে ২টি ইউনিয়নে পিআইসি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাও ইউনিয়নে টাইলাবাজারস্থ ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশীদ’র সভাপতিত্বে, পাউবো উপ-সহকারী প্রকৌশলী ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোঃ ফারুক আল মামুনের পরিচালনায় পিআইসি গঠন উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য দিলীপ তালুকদার, সদস্য ও প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, পাউবো অফিস সহকারী এমদাদুল হক, ইউপি সদস্য আবুল হাসান খেলন, আমিরুল ইসলাম, মুসানুর রহমান, মোঃ সাইদুল ইসলাম, মোঃ ইকবাল হোসেন, হারুন মিয়া, তারা মিয়া, সদস্যা ইসমত আরা বেগম, সুলেখা রানী বৈষ্ণব। এ ইউনিয়নে মোট ৭টি পিআইসি গঠন করেন উপজেলা নির্বাহী অফিসার।
অপরদিকে পাথারিয়া ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে বিকাল ২টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশীদের সভাপতিত্বে, পাউবো উপ-সহকারী প্রকৌশলী ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোঃ ফারুক আল মামুনের পরিচালনায় পিআইসি গঠন উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুর রশিদ আমিন, প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য দিলীপ তালুকদার, সদস্য ও প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, পাউবো অফিস সহকারী এমদাদুল হক, ইউপি সদস্য রোশন আলী, কৃষক হাফিজুল ইসলাম, শফিকুল ইসলাম, ইউপি সদস্যা খাইরুন নেছা, সদস্য নুরুল আবেদীন, ইলিয়াছ মিয়াসহ স্থানীয় ব্যক্তিবর্গ। এ ইউনিয়নে মোট ৬টি পিআইসি গঠন করেন উপজেলা নির্বাহী অফিসার।