রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৮ পূর্বাহ্ন
সুজায়াত আহমদ, দিরাই পৌরসভা (সুনামগঞ্জ) সংবাদদাতা: সুনামগঞ্জের দিরাই উপজেলার পৌরসভার আনোয়ারপুর মসজিদের সাবেক মোতাওয়াল্লী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কাসেমের পিতা মোঃ আলকাছ মিয়া (৬৫) বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টায় স্টোক করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়েসহ আত্মীয়-স্বজন রেখে যান। তার নামাজে জানাযা শুক্রবার বেলা ২টায় গ্রামের মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।
নামাজে জানাযার আগে বক্তব্য রাখেন দিরাই পৌরসভার মেয়র মোঃ মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট সুহাইল আহমদ, হাসান আলী, ওয়ার্ড কাউন্সিলর সুহেল চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা যুবদলের সভাপতি মোঃ মঈন উদ্দিন চৌধুরী মাসুক, আমির আলী, মৌলভী রজব আলী প্রমুখ। বক্তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।