মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৪:৪৩ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: দিরাইয়ে বিজয় দিবসের অনুষ্ঠানে এসে এক কিশোরী নিখোঁজ হয়েছে। সে দিরাই পৌর সদরের চ-িপুর গ্রামের মৃত আব্দুল আজিজের মেয়ে জাকিয়া বেগম (১৭)। এ ব্যাপারে গতকাল রোববার নিখোঁজ জাকিয়া বেগমের মামা একই গ্রামের মোঃ শাহজাহান মিয়া ভাগ্নি নিখোঁজের খবর জানিয়ে দিরাই থানায় সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরী নং-৭৩৫, তারিখ ১৭-১২-১৭ইং। এতে তিনি উল্লেখ করেন, গত ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৭টায় জাকিয়া বেগম বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ গ্রহণ করার জন্য বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না ফেরায় আত্মীয়-স্বজনের বাড়িতে অনেক খোজাখুঁজি করে না পেয়ে তিনি থানায় সাধারণ ডায়েরী করেন।