মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৪:২৩ পূর্বাহ্ন
মুহাম্মদ আব্দুল বাছির সরদার: ১৭ ডিসেম্বর রোববার শ্রীমঙ্গল ভিক্টোরিয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত বিজয় দিবস কাপের লীগ ম্যাচে বিয়ানীবাজার ফুটবল একাডেমিকে ২-০ গোলে হারালো দিরাই একাডেমি। বিকাল সাড়ে ৩টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া হাইস্কুল মাঠে খেলা শুরুর ২৬ মিনিটের মাথায় বিয়ানীবাজারকে প্রথম গোল দেয় দিরাই ফুটবল একাডেমির নজরুল ইসলাম। এর প্রায় ১৫ মিনিটের পরই আবারো বিয়ানীবাজারে গোল পোস্টে দিরাই ফুটবল একাডেমির শাহনুর আরেকটি গোল দেয়। আগামি ২৬ তারিখ লীগের ২য় এবং শেষ ম্যাচে মৌলভীবাজার ফুটবল একাডেমির মুখোমুখি হবে দিরাই ফুটবল একাডেমি।