আমার সুরমা ডটকম ডেক্স : রাজার জন্য বাৎসরিক বৌ বাছাই ও নাচ উৎসবে অংশ নিতে গিয়ে ৬৫ জন তরুণী নিহত হয়েছে। দক্ষিণ আফ্রিকার সোয়াজিল্যান্ডে রাজা কর্তৃক আয়োজিত ওই অনুষ্ঠানে তরুণীরা যাওয়ার পথে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষের শিকার হয়। আফ্রিকার ছোট্ট এই দেশটির রাজা প্রতিবছর তরুণীদের নাচের উৎসব থেকে বৌ বাছাই করে থাকেন। দুর্ঘটনার শিকার হওয়া নারীরা রাজার বৌ হওয়ার স্বপ্নেই অনুষ্ঠানে যাচ্ছিলেন। তবে সড়ক দুর্ঘটনা তাদের সেই স্বপ্ন কেড়ে নিয়েছে। প্রতি বছর এই নাচের উৎসবে অংশ নেয় ৪০ হাজার তরুণী। অংশ নেয়া তরুণীরা সবাই থাকেন টপলেস ও স্বল্পবসনা। এদের বয়স হয়ে থাকে ১২ থেকে ২৫। দেশটির শাহী মহলের সামনে ৮ দিনব্যাপী অনুষ্ঠিত হয় এ উৎসব। তরুণীদের মধ্যে যাকে পছন্দ হয় তাকেই স্ত্রী বানান দেশটির রাজা তৃতীয় মাসুয়াতি। বর্তমানে এই রাজার ১২ জন স্ত্রী রয়েছে।