শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১১:৫১ অপরাহ্ন
মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্রদলের আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জামালগঞ্জ ডিগ্রি কলেজ প্রাঙ্গণ হতে একটি মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসে পথসভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলার ছাত্রদলের সভাপতি গোলাম রব্বানী আফিন্দী ও সহসভাপতি জুয়েল আহম্মদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্রনেতা মেহেদী হাসান রুকন, এমদাদুল রহমান হিরন, শাহ নেওয়াজ অপু, মোফাজ্জল হক মিনহাজুল হক, শাহারিয়া ইসতেকার, মিনহাজ আফিন্দী, সাব্বির রহমান আরিফ, প্রন্তমনি, উমেদ হাসান, সৌরভ, মুরাদ, মুকারাম, সোলেমান, অহিদুর, শাওন বড়–য়া, খালেদা হাসান প্রমূখ।