শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৭:৫০ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: সুনামগঞ্জের দিরাইয়ে সমাজ সেবক সুরঞ্জন কুমার রায়ের সৌজন্যে সহস্রাধিক ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১২ ঘটিকায় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সার্বিক তত্বাবধনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যডভোকেট সোহেল আহমদের সভাপতিত্বে ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়ার পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. জয়া সেনগুপ্তা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরঞ্জন কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যডভোকেট অভিরাম তালুকদার, প্যানেল মেয়র বিশ^জিৎ রায়, কাউন্সিলর সবুজ মিয়া। এছাড়াও বক্তব্য দেন দিরাই বাজার মহাজন কমিটির সাধারণ সম্পাদক ধনীর রঞ্জন রায়, মোহন চৌধুরী, মিলন মিয়া, রাজীব চৌধুরী, আব্দুল কাইয়ূম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ড. জয়া সেনগুপ্তা এমপি বলেন, ছিন্নমূল মানুষের সকল প্রয়োজনে সরকারের পাশাপাশি সমাজের বিত্তÍবানদের এগিয়ে আসা উচিত। সুরঞ্জন রায় শীতার্তদের পাশে দাড়িয়েছেন, এ রকম যদি আরও অনেকে দাঁড়ান তাহলে শীতে কোন মানুষ কষ্ট পাবেনা। সম্পদশালীদের উপর গরীবের হক তৈরী হয়। সবার উচিত হক আদায় করা, তা করলে অসহায় মানুষ যেমন উপকৃত হবে, আপনিও তার প্রতিদান পাবেন নিশ্চিত।