শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার এক বছর পূর্বে মন্ত্রী সভায় রদবদল করেছে আওয়ামী লীগ সরকার। নতুন করে তিনমন্ত্রী ও এক প্রতিমন্ত্রী মঙ্গলবার (২ জানুয়ারি) রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেছেন। বুধবার (৩ জানুয়ারি) নতুন মন্ত্রীদের মাঝে মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টন করা হয়েছে। পাশাপাশি পুরনোদের মধ্যে বেশ রদবদল হয়েছে।
মন্ত্রিসভায় নতুন সদস্য হিসেবে যোগ দেয়া তিন জন এবং পদোন্নতি পাওয়া একজনের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। সেই সঙ্গে চারজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর পাল্টে দেয়া হয়েছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) শপথ নেয়া তিন পূর্ণ মন্ত্রীর মধ্যে নারায়ণ চন্দ্র চন্দ তার পুরনো মন্ত্রণালয় মৎস্য ও প্রাণিসম্পদেই থাকছেন। তিনি এতদিন এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। আর এই মন্ত্রণালয়ের মন্ত্রী ছায়েদুল হক গত ১৬ ডিসেম্বর মারা যাওয়ার পর থেকে পদটি খালি ছিল।
টেকনোক্র্যাট কোটায় শপথ নেয়ার আগে থেকেই মোস্তফা জব্বারের ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা ছিল। হয়েছেও তা। তাকেই দেয়া হয়েছে এই মন্ত্রণালয়ের দায়িত্ব। মঙ্গলবার (২ জানুয়ারি) শপথ নেয়া আরেক মন্ত্রী এ কে এম শাহজাহান কামালের দায়িত্বটা চমক হিসেবেই দেখা হচ্ছে। তিনি পেয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব।
মঙ্গলবার (২ জানুয়ারি) প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়া কাজী কেরামত আলী ওই রাতেই শিক্ষার দায়িত্ব পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন। হয়েছেও তা। তাকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী করা হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম গণমাধ্যম কর্মীদের এসব তথ্য নিশ্চিত করেছেন। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
যাদের দপ্তর পাল্টেছে
নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব দেয়ার পাশাপাশি বেশ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পাল্টেছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এখন থেকে সামলাবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়। ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর এই মন্ত্রণালয়ের মন্ত্রী মহসিন আলীর মৃত্যুর পর থেকে পদটি ফাঁকা ছিল। গত সোয়া দুই বছর ধরে নুরুজ্জামান আহমেদ এই মন্ত্রণালয় সামলাতেন এতদিন। তাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে।
দপ্তর বদল হয়েছে আনিসুল ইসলাম মাহমুদ এবং আনোয়ার হোসেন মঞ্জুর। জাতীয় পার্টির নেতা আনিসুল ইসলাম মাহমুদ এখন থেকে সামলাবেন পরিবেশ ও বন মন্ত্রণালয়। আর আনোয়ার হোসেন মঞ্জু সামলাবেন পানিসম্পদ মন্ত্রণালয়।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তারানা হালিমেরও দায়িত্ব বদল হয়েছে। তাকে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। এই মন্ত্রণালয়ে এতদিন কোনো প্রতিমন্ত্রী ছিলেন না। জাসদ সভাপতি হাসানুল হক ইনু গত চার বছর ধরে এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন সচিব শফিউল আলম।