বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: মহিলাদের কথা কাটাকাটি নিয়ে এক পর্যায়ে দু ভাইয়ের মধ্যকার ঝগড়ায় ভাতিজার রডের আঘাতে চাচা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের দিরাইয়ে কালীনগর গ্রামে। পুলিশ ও গ্রামের একটি বিশ্বস্ত সূত্র জানায়, বুধবার দিবাগত রাত প্রায় সাড়ে ১০টায় উপজেলার রাজানগর ইউনিয়নের কালীনগর গ্রামের মৃত সোনাফর উল্লাহর ছেলে আকিলশাহ (৬৫) ও তার ভাই সিদ্দেক আলীর পরিবারের মহিলাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব দেখা দেয়। এ নিয়ে উভয় পরিবারের লোকজন ঝগড়ায় লিপ্ত হলে পিছন দিক থেকে সিদ্দেক আলীর ছেলে দেলোয়ার হোসেন (১৮) রড দিয়ে চাচা আকিলশাহকে আঘাত করলে তিনি সাথে সাথেই মাটিতে পড়ে যান। পরে তাকে দিরাই হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে।
ঘটনার সত্যতা স্বীকার করে দিরাই থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ মোস্তফা কামাল জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ প্রেরণ করে। তবে এখন পর্যন্ত কেউ মামলা দায়ের করেনি এবং কাউকে গ্রেফতারও করা হয়নি।