আমার সুরমা ডটকম : শাহবাগে প্রশাসন একাডেমির পেছনে খাবার খেয়ে ৭জন ম্যাজিস্ট্রেটসহ ১১জন অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। অসুস্থ হওয়ার পর এরা চিকিৎসা নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ রাত পৌনে ১০টার দিকে ভর্তি হয়েছেন। ভর্তি হওয়া ম্যাজিস্ট্রেটরা হলেন-রুমানা (৩৫), রুমা (৩৫), মো. মওদুদ (৩৬), মো. আমিন (৩৭), মো. অরবিন্দ (৩৭), মো. গিয়াসউদ্দিন (৩৭) ও মো. কবির (৩৬)। এছাড়া ইয়াকুব (৫২), মন্টু মিয়া, আব্দুল আওয়াল, আলমগীর ও জাকির হোসেন নামে আরও চারজন ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ঢামেক এলাকায় দায়িত্বরত পুলিশের একজন এএসআই এদের হাসপাতালে ভর্তির বিষয়ে অবগত রয়েছেন। তবে প্রকৃতপক্ষে কি ধরনের খাবার খাওয়ার কারণে এরা অসুস্থ হয়েছেন তা নিশ্চিত হওয়া য়ায়নি। এ ব্যাপারে চিকিৎসকরাও কিছু বলতে চাচ্ছেন না।