রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ১১:৫৭ পূর্বাহ্ন
জিয়াউর রহমান, কানাইঘাট প্রতিনিধি: আগামী ১৬ জানুয়ারি মঙ্গলবার দুপুর ২ ঘটিকা হতে রাত ১০ ঘটিকা পর্যন্ত সছদ ইসলামীক সোসাইটি (গাছবাড়ী-কানাইঘাট)-এর উদ্যোগে সরদার মাটি সরঃ প্রাঃ বিদ্যালয় মাঠে এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিল। উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে তাফসীর পেশ করবেন মাও: মুফতি মোহাম্মদ জাকারিয়া, পি.ইএচ.ডি গবেষক-ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রিন্সিপাল-তা’লিমুল আবরার মাদ্রাসা- ঢাকা। মাওলানা হাফিজুর রহমান, প্রিন্সিপাল-ঝিংঙ্গাবাড়ী ফাযিল (ডিগ্রী) মাদ্রাসা। মাওলানা হারুন-অর-রশিদ, ইমাম ও খতিব-সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় জামে মসজিদ। সভাপতিত্ব করবেন মাওলানা তাহির উদ্দিন, অধ্যক্ষ-গাছবাড়ী কামিল মাদ্রাসা। উক্ত তাফসীর মাহফিলে আরো স্থানিয় উলামায়ে কেরাম তাফসির পেশ করবেন, এতে আপনারা সবাই আমন্ত্রিত!