বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : সুনামগঞ্জে পিতা-পুত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৮টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়ারঘাট বাজার পাশ্ববর্তী ধলা বিল এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- উপজেলার সুরমা ইউনিয়নের ভাদেরটেক গ্রামের আব্দুস সাত্তার (৫২) ও তার ছেলে রমজান আলী (২০)। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর-রশিদ শীর্ষ নিউজকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে মাছ ধরা শেষে নৌকাযোগে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে।