মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৭:৩৮ অপরাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ^াসী। আর এসব উন্নয়নকে সমন্বিতভাবে জনপ্রতিনিধিদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিতে হবে। বর্তমানে আওয়ামী লীগ সরকার উন্নয়নের মহারথীতে কর্মযজ্ঞ পরিচালনা করে আসছে। আগামী দিনে সবাইকে শেখ হাসিনার সরকারের উন্নয়ন এবং সফলতা নৌকায় ভোটের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে। তাই আমাদের সবাইকে জনগণের সেবায় নিয়োজিত হয়ে কাজ করতে হবে। শনিবার দিনগত রাত ৯টায় প্রতিমন্ত্রী এমএ মান্নানের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামস্থ হিজল বাসভবনে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানের ঐকান্তিক প্রচেষ্টায় জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জের সমন্বিত উন্নয়ন বিষয়ক আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপির উদ্যোগে ২টি উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের প্রতিটি ইউনিয়নে ২ কোটি টাকা করে উন্নয়ন বরাদ্ধ গৃহিত হয়। এ সময় মন্ত্রী বলেন, আগামী নির্বাচনের আগে জনগণের উন্নয়ন মুখি এ প্রকল্পগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য সকল জনপ্রতিনিধি ও প্রশাসনের ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে। টিম ওয়ার্কের মাধ্যমে এ কাজগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। আওয়ামী লীগ সরকার জনগণের উন্নয়নের কাজ করে এটা প্রমাণ করতে হবে। আমরা দেশের মানুষের জন্য যা যা করা দরকার তা করবো। আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে।
মন্ত্রী আরও বলেন, আমি জনপ্রতিনিধি-আওয়ামী লীগের সকল নেতাকর্মী ও প্রশাসনের মাধ্যমে এলাকার উন্নয়ন করতে চাই। আমার নির্বাচনি এলাকায় ২-১ বছরের মধ্যে সকল অসম্পূর্ণ কাজ বাস্তবায়ন করতে চাই। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। আমাগী নির্বাচন আমার জীবনের শেষ নির্বাচন। এ নির্বাচন আপনাদের সবাইকে নিয়ে করতে চাই।
এদিকে দীর্ঘদিনের রাজনৈতিক বিবেদ ভূলে গিয়ে ২টি উপজেলার ৮ ইউপি চেয়ারম্যান ও ১টি পৌরসভার মেয়রসহ সকল রাজনৈতিক নেতাকর্মীরা সুনামগঞ্জ-৩ আসনের সার্বিক উন্নয়নে এক মঞ্চে বসতে দেখা যায়। বৈঠকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীকে এমএ মান্নান এমপির পাশে দেখা গেছে। যারা আওয়ামী লীগের হয়েও প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপির বিরোধিতা করে আসছিলেন, তারা সবাই এমএ মান্নান এমপির পাশে থেকে নৌকার বিজয় নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, আওয়ামী লীগ ও দলের বিরুদ্ধে কোন কাজ করবো না। আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করবো আমরা সবাই মিলে। তারা আরও বলেন, এমএ মান্নান একজন সৎ, সজ্জন রাজনীতিবিদ, উন্নয়নরে স্বার্থে দলমত নির্বিশেষে এমএ মান্নান এমপিকে আবারও ভোট দিয়ে আমাদের সানামগঞ্জ-৩ (দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুর) আসনের উন্নয়নের ধারা অব্যাহত রাখবো।
সভায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সাবেক সহ-সভাপতি মোঃ সিদ্দিক আহমদ সভাপতিত্বে ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার মেয়র হাজী আব্দুল মনাফ, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশীদ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ, জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ মোঃ হারুনুর রশীদ চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রকৌশলী রুবাইয়াত জামান, জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী গোলাম সারওয়ার।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মোঃ জহিরুল ইসলাম, মাহতাবুল হাছান সমুজ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ূম, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজান, আওয়ামীলীগ নেতা তেরাব আলী, জিএম সাজ্জাদুর রহমান, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ, পূর্ববীরগাঁও ইউপি চেয়ারম্যান নুর কালাম, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, পূর্বপাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম, চিলাউড়া ইউপি চেয়ারম্যান আরশ আলী, রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান রানা মিয়া, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ মখলিছ মিয়া, সৈয়দপুর শাহারপাড়া ইউপি চেয়ারম্যান তৈয়ব কামালী, আশারকান্দি ইউপি চেয়ারম্যান শাহ আবু ইমানী, মিরপুর ইউপি চেয়ারম্যান জমির মিয়া, পাটলী ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, কলকলিয়া ইউপি আওয়ামীলীগ সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক দিপাল দে, চিলাউড়া ইউপি আওয়ামী লীগ সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক আলা উদ্দিন, রানীগঞ্জ ইউপি আওয়ামী লীগ সভাপতি হাজী সুন্দর আলী, সাধারণ সম্পাদক ডাঃ ছদরুল ইসলাম, পাইলগাঁও ইউপি আওয়ামী লীগ সভাপতি আপ্তাব উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ, সৈয়দপুর শাহারপাড়া ইউপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, আশারকান্দি ইউপি আওয়ামী লীগ সভাপতি আজাদ কবিরী, সাধারণ সম্পাদক ইসরাইল আলী, পাটলী ইউপি আওয়ামী লীগ সভাপতি হাজী জমসেদ মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ মতছির আলী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউপি আওয়ামী লীগ সভাপতি হাজী আবুল মিয়া, সাধারণ সম্পাদক জমসেদ মিয়া, পূর্বপাগলা ইউপি আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দুর রহমান, সাধারণ সম্পাদক ফয়জুল করিম, পূর্ববীরগাঁও ইউপি আওয়ামী লীগ সভাপতি আব্দুল কদ্দুছ, সাধারণ সম্পাদক দিলীপ মিয়া, পশ্চিম পাগলা ইউপি আওয়ামী লীগ সভাপতি ডা: জিল্লুল হক, সাধারণ সম্পাদক হীরেশ পাল, পশ্চিম বীরগাঁও ইউপি আওয়ামী লীগ সভাপতি সুফি মিয়া, সাধারণ সম্পাদক মাহতাব মিয়া, শিমুলবাক ইউপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল হক মাস্টার, দরগাপাশা ইউপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হিরা মিয়া প্রমুখ।
সুনামগঞ্জ-৩ আসনের বিশেষজ্ঞরা বলছেন, সুনামগঞ্জ-৩ আসনে বার-বার আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়েছেন। কিন্তু গত কয়েক বছর ধরে এ আসনে আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে যে ভাঙন দেখা দিয়ে বিবেদ সৃষ্টি হয়েছিলো তা কখনো কাম্য ছিলোনা। শনিবার প্রতিমন্ত্রীর বাড়িতে যে দৃশ্য দেখেছি, সেটা দেখে মনে হয়েছে আবারও আওয়ামী লীগের জয় নিশ্চিত হবে। তারা আরও বলছেন, এমএ মান্নান একজন সৎ, আদর্শবান মানুষ হওয়ায় আমরা সুনামগঞ্জ-৩ আসনের জনগণ থাকে নিয়ে গর্ভ করি। তাঁর কারণে আমাদের সুনামগঞ্জ-৩ আসন তথা সুনামগঞ্জ জেলার ব্যাপক উন্নয়ন হয়েছে। যা এর আগে কখনো দেখা যায়নি। আমরা আশাবাদী এমএ মান্নান আগামীতে বিজয়ী হলে সুনামগঞ্জ জেলায় আর কোন কাজ বাকি থাকবে না।