শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৩:১০ অপরাহ্ন
মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার সকালে জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ হল রুমে এ সেলাই মেশিন বিতরন করা হয়। অর্থায়নে এলজিএসপি-৩ (২০১৭-১৮) অর্থ বছরের অধিনে সেলাই মেশিন বিতরন করা হয়। এতে আয়োজনে জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার সাজিব। ইউপি সচিব মোঃ নুরুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি জামালগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম আল ইমরান, বিশেষ অতিথি ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী, সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ ওয়ালী উল্লাহ সরকার, ইউপি সদস্য আনোয়ার হোসেন, গোলাম হোসেন, আব্দুর রহমান, আশিক নুর। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইউপি সদস্য শহীদুল ইসলাম সোহেল, হাবিবুর রহমান প্রমূখ। আলোচনা সভার পর জামালগঞ্জ সদর ইউনিয়নের ১নং, ২নং, ৩নং, ৬নং ও ৯নং ওয়ার্ডে ৫২ জন হতদরিদ্র নারীদের মাঝে ৫২টি সেলাই মেশিন বিতরণ করা হয়। তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে এ সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।