শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০২:৫২ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: সুনামগঞ্জ পৌরসভার মেয়র আইয়ুব বখত জগলুল আর নেই। বৃহস্পতিবার সকাল ৯টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না—রাজিউন)। জগলুল সকালে বুকে ব্যথা অনুভব করলে তাকে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল ৯টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যু সংবাদ শুনে অনেকেই তার সুনামগঞ্জ শহরের বাসায় ভিড় করছেন। তার জানাজার সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে। আইয়ুব বখত জগলুল আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ছিলেন। তার পিতা হোসেন বখত ছিলেন মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক। তিনি ছিলেন সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান প্রয়াত মনোয়ার বখত নেক-এর সহোদর।