শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:২৯ অপরাহ্ন
এমএম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: দক্ষিণ সুনামগঞ্জে ইউনিয়ন পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১টায় উপজেলার শিমুলবাক ইউনিয়নের তেরহাল নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা সহকারি শিক্ষা অফিসার আব্দুল বারেকের সভাপতিত্বে ও চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ তালুকদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু। সভায় স্বাগত বক্তব্য রাখেন তেরহাল নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত বনিক। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তেরহাল নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ আলকাব উদ্দিন, ডিকে আরসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত কুমার দাস, মুক্তখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহ আহমদ, তেরহান নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শেফালী আক্তার, তলেরবন্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহানুর মিয়া, ইউপি সদস্য লাল মিয়া, সৈয়দুর রহমান, আহমদ আলী, মোজাহিদ আলী প্রমূখ। পরে অতিথিবৃন্দরা বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।