শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন
জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের নয়াহালট গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের দাতা মরহুম রহমত উল্লাহ তালুকদার সাহেবের কনিষ্ট পুত্র মো. আব্দুল আমিন তালুকদার (৬০)। সোমবার ১০.৪৫ মিনিটি নিজ বাড়িতে হৃদ রোগে আক্রান্ত হয়ে মারাযান। ইন্না নিল্লাহী —- রাজিউন। মৃত্যুকালে তিনি ২ মেয়ে ও ২ ছেলে, স্ত্রী, বড়ভাই আব্দুল মুকিত তালুকদারসহ অনেক গুণগ্রাহী রেখে গেছে। মঙ্গলবার দুপুরে ধলা মাঠে জানাযার শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার, জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক মোঃ জহিরুল হক তালুকদার, বিএনপির সাধারন সম্পাদক আব্দুল মালেক, বিএনপি নেতা শ্হাজাহান, উপজেলা যুবলীগ নেতা মোঃ জসিম তালুকদার, সদর ইউপি যুবলীগের সভাপতি মোঃ শিরিন তালুকদার, ছাত্রলীগ নেতা রাসেল আহম্মেদ, ছাত্রদল নেতা আসাদ আল সাদী, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি জাবেদ জাহাঙ্গীর, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মোতালেক শুক্কুর মাস্টারসহ ৫ শতাধিক বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।