শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: সুনামগঞ্জের দিরাইয়ে মাসিক জাগ্রত কন্ঠ নামে একটি পত্রিকার আত্মপ্রকাশ হয়েছে। মঙ্গলবার বাদ আছর দিরাই শহরের লন্ডন রেষ্টুরেন্টে উদ্ভোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী। সহ-সম্পাদক মাহমুদ হাসান, তাফাজ্জুল ইসলাম ও আসআদ আহমদের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাগ্রত কন্ঠের প্রধান উপদেষ্টা লন্ডন মারকাজুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শুয়াইব আহমদ। উপস্থিত ছিলেন মুফতি শফিকুল আহাদ, মাওলানা নাজিম উদ্দীন, মাওলানা আব্দুল কাদির, মাওলানা মাহবুবুল আলম চৌধুরী, মাওলানা আশিকুল ইসলাম, মাওলানা মুখতার হোসাইন, মাওলানা এনামুল হক, আমার সুরমা ডটকম সম্পাদক সাংবাদিক আব্দুল বাছির সরদার ও দৈনিক নয়াদিগন্তের দিরাই-শাল্লা সংবাদদাতা ইমরান হোসাইন পত্রিকা পরিবারের সদস্যগন। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ।