শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:১২ অপরাহ্ন
সাজু আহমেদ, কুলঞ্জ (দিরাই) ইউনিয়ন প্রতিনিধিঃ দিরাই উপজেলার ৯নং কুলঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তরুন মেধাবী ছাত্রনেতা মিটু লাল চৌধুরী-এর অকাল মৃত্যুতে কুলঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের উদ্দ্যোগে ০৫/০২/২০১৮ ইং সোমবার এক শোক র্যালীর আয়োজন করা হয়েছিল। উক্ত শোক র্যালীটি বোয়ালিয়া নতুন বাজার থেকে শুরু করে বোয়ালিয়া বাজারের উত্তর প্রান্ত হয়ে বাউসী বাসস্ট্যান্ড পর্যন্ত প্রদক্ষিন করা হয়। অতঃপর র্যালীটি নিয়ে তাহার সমাধি স্থলে তাহার বিদ্রোহি আত্মার শান্তি কামনায় দারিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। উক্ত শোক র্যালিটি নিয়ে কুলঞ্জ ইউনিয়নের ছাত্রলীগ সভাপতির সঞ্জালনায় এক পথসভায় বক্তব্য রাখেন কুলঞ্জ ইউ/পি যুবলীগের সভাপতি জনাব শফিকুল আলম চৌঃ টিটু, শাবিপ্রবি ছাত্রলীগের সহ সভাপতি বিজিত লাল দাস, দিরাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি। আর ও উপস্থিত ছিলেন ১নং বড় ভাকৈর (পঃ) ইউ/পি-এর যুবলীগ নেতা সুভাষ চন্দ্র তাং, যুবলীগ নেতা রাহুল চৌধুরী, আবেক মেম্বার রুবেল চৌধুরী, পুলিশ কনস্টেবল পাবেল চৌঃ প্রনেল, কুলঞ্জ ইউ/পি যুবনেতা মোঃ আমিনুল ইসলাম রাজন, মহসিন মিয়া, যুবলীগ নেতা সুমন তাং, মোঃ আল আমিন, অনু দে, কুলঞ্জ ইউ/পি ছাত্রলীগ সহ-সভাপতি জাহিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সাজু আহমেদ, যুগ্ম সাধারন সম্পাদক প্রবির দাস, প্রচার সম্পাদক নাফিজ ইকবাল সালেহ, উপসম্পাদক রাজ্জাক মিয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহিদ নুর ইসলাম, ছাত্রলীগ নেতা শাকিল হাসান, ৪নং ওয়াড সভাপতি আকাশ আহমেদ, ৬নং ওয়ার্ড সাধারন সম্পাদক জাভেদ মিয়া, ৯নং ওয়ার্ড সাধারন সম্পাদক শান্ত চক্রবর্তী, ছাত্রলীগ নেতা প্রান্ত তাং, শামীম আহমেদ, জাহের মিয়া, প্ররিন্দ্র দাস, আতিকুর রহমান, মামুন আহমেদ, মন্নান মিয়া, পিনাক চক্রবর্তী, লিপটন দাস, অন্য মাহিষ্য, ঝুটন দাস, সুইট দাস, ঝলক দাস, বিকলু দাস, স্বপন মিয়া, অপু, সঞ্জয়, প্রিতেশ, তুহিন, যাদু, আকাশ, রন্টি, রাবেন, নিতেশ, সুপ্রজিত, দূর্গা, ফাহিম, হোসাইন, সজিব, অসিম, মঞ্জু, সুমন্ত, বিদ্যুৎ, বিজু, বিলাস, সনেট, অাতিক, সজিবসহ অার অনেকে। মিটু লাল চৌধুরী গত ০৪/০২/২০১৮ ইং রোজ সোমবার সিলেট থেকে হবিগঞ্জ যাওয়ার পথে লালাবাজার এলাকায় মাইক্রোবাস দূর ঘটনায় মারা যান তিনি।