শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৬ পূর্বাহ্ন
কানাইঘাট প্রতিনিধি: গত ৮ ফেব্রুয়ারী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায় ঘোষণার পরপরই স্থানীয় গাছবাড়ী বাজারে বিএনপি সর্মথিত নেতাকর্মী মিছিল বের করলে পুলিশ মিছিল থেকে ৩ জনকে আটক তার মধো গাছবাড়ী ছাত্রদল নেতা ফাহিম আমহদ ও মজনু নামে ২ জন ছাত্রদল নেতা আটক করে পুলিশ তার মধো আটক হন পাগল মিজানও স্হানীয় সৃএে জানা যায় মিজান একজন প্রতিবন্ধী পাগল। স্হানীয় লোকজন বলেন মিজানকে তারা অনেক সময় বিভিন্ন স্হানে অনেক সময় বক্তব্য ও মানুষের কাছে ভিক্ষা করে চলে বেড়ায় এবং কয়েক জন লোক তাকে ১০/২০ টাকা দিলে সে বক্তব্য দেও। এবং বিভিন্ন বাজার হাটে থাকে ভিক্ষা করে বেড়ায় এবং প্রবাবশালী ব্যক্তিদের কাছে তার বক্তব্য শুনায় টাকা আদায় করে চলে তার জীবন। তবে গত গত ৮ ফেব্রুয়ারী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায় ঘোষণার পর পরই স্থানীয় গাছবাড়ী বাজার থেকে বি এন পির নেতা কর্মি মিছিল বের করলে সেও উপস্তিত হয় মিছিলে। তবে পু্লিশ থাকে সেখান থেকে গ্রেফতার করে পরে অন্য একটি মামলার আসামী দেখিয়ে তাকে আদালতে পাঠিয়ে দেয় পুলিশ। সে খুব পরিচিত পাগলা মিজান নামে এলাকার বেশীরভাগ মানুষ থাকে পাগলা মিজান নামে চিনে। সে একজন প্রতিবন্ধী এবং অতান্ত গরিব পরিবারের ছেলে সে ৭নং দক্ষিন বানীগ্রামের লামাপাড়া গ্রামের দরিদ্র কৃষক নুর উদ্দিনের ছেলে। তার বাবার বয়স (৭০) তাদের পরিবারের সদ্যস ৮ জন, মিজান পরিবারের বড় ছেলে, তার বাবা একজন দিন মজুর, এই ৭০ বছর বয়সে তার পরিবারের যাবতীয় খরচ বহন করতে না পারায়, মিজান মানুষের কাছে ভিক্ষা করে,তার পরিবারের কিছু খরচ বহন করে সে। তবে গত কয়েক দিন থেকে চলছে সামাজিক যোগাযেগ মাধ্যম ফেসবুকে চলছে তীব্র নিন্দা ও প্রতিবাদ এলাকার লোকজন আশা করছে পাগল মিজানের নিঃশর্ত মুক্তি।