বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): দক্ষিণ সুনামগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশীদের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিনাত রহমান, উপজেলা সমবায় অফিসার মাসুদ আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বজলুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার নূরে আলম ছিদ্দিকি, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার আতাউর রহমান, আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, প্রভাষক নুর হোসেন, উপজেলা পঃপঃ সহকারী কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসার সুপার মাওঃ রফিকুল ইসলাম, জয়কলস উজানীগাও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলিমুল ইসলাম, পাগলা স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক মৃদুল চন্দ্র তালুকদার, উপজেলা সহকারি সেটেলমেন্ট অফিসার শাহজাহান আকন্দ প্রমূখ।