বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: প্রায় ১৬ ঘণ্টার পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকাগামী উপবন এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার পর ওই রুটে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। বৃহস্পতিবার রাত ১টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন ছেড়ে সাঁতগাও রেলওয়ে স্টেশন অতিক্রমের পর ট্রেনের পুলিং রড ভেঙে ১১টি বগি লাইনচ্যুত হয়। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে বগিগুলো উদ্ধার করলে স্বাভাবিক হয় ট্রেন চলাচল। শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি মো. আবু বকর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন। দুর্ঘটনা কবলিত এই ট্রেনের যাত্রী ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানও। পরে পুলিশ প্রতিমন্ত্রীকে গাড়িতে করে নিরাপদে ঢাকায় পৌঁছে দেয়।