রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:২৫ অপরাহ্ন
বিট রিপোর্টার (জমিয়ত) দিরাই সংবাদদাতা: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দিরাই উপজেলা শাখার আয়োজনে ৩ মার্চ শনিবার স্থানীয় রৌশনী কমিউনিটি সেন্টারে শাখার সভাপতি মাওলানা নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম-মহাসচিব ও সাবেক এমপি মাওলানা শাহীনূর পাশা চৌধুরী। শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহিউদ্দিন কাসেমীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম-মহাসচিব মাওলানা মুহাম্মদ উল্লাহ জামি, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জমিয়ত মনোনীত সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল মাওলানা শুয়াইব আহমদ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুশতাক আগমদ গাজীনগরী, জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা মুখতার হুসাইন চৌধুরী, দিরাই উপজেলা জমিয়তের সহ-সাধঅরণ সম্পাদক হাফিজ মাওলানা মুহাম্মদ আব্দুল বছির সরদার, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াছ আহমদ, উমান (মাস্কট) জমিয়তের সেক্রেটারি মাওলানা আশিকুল ইসলাম, দিরাই উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আবিদুর রহমান, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা শাব্বীর আহমদ সরদার, দিরাই পৌরসভা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা মোহাম্মদ মিয়া প্রমুখ।