শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৬:২০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১

ইসলাম বিরোধি কার্যকলাপ বন্ধে লিখিত আবেদন

আমার সুরমা ডটকমসুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নে একটি অনুষ্ঠিতব্য উরস বন্ধে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ লোকজন দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান বরাবরে একটি লিখিত আবেদন ৬ মার্চ ২০১৮ ইংরেজি তারিখে দাখিল করেছেন। দাখিলকৃত আবেদন সূত্রে জানা যায়, যুব সমাজের অবক্ষয় রোধে এলাকায় মদ-গাজা, জুয়ার আসর ও অবাধ নৃত্য প্রদর্শনীর মাধ্যমে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এমতাবস্থায় ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান কাজীকে বিষয়টি অবগত করে ৯ মার্চের ইসলঅমপুর গ্রামে অনুষ্ঠিত উরস বন্ধ করতে অনুরোধ জানান এলাকার ধর্মপ্রাণ মুসুল্লীরা। তিনি উক্ত গ্রামের লোকজনকে উরস বন্ধ করতে অনুরোধ করলে উল্টো তাকে হুমকি-ধমকি দেয়া হয়। ফলে এ নিয়ে এলাকায় উরস আয়োজনকারী ও এলাকার ধর্মপ্রাণ মুসুল্লীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিষয়টির সার্বিক দিক বিবেচনা ও এলাকার পরিবেশ শান্ত এবং যুব সমাজের অবক্ষয়রোধে স্থানীয় প্রশাসনসহ সকলের মঙ্গলার্থে ৯ মার্চের উরস বন্ধ করা প্রয়োজন বলে জানান ধর্মপ্রাণ মুসুল্লীগণ। লিখিত দরখাস্তে স্বাক্ষর করেছেন মাওলানা জাকির হুসাইন, মাওলানা মুহিবুর রহমান চৌধুরী, আলাউদ্দিন আল হাসান, মাওলানা জুবায়ের খান মাফিক, মাওলানা এনামুল হক, মোঃ মাহবুব বক্ত চৌধুরী, মাওলানা ইলিয়াছ আহমদ ও মাওলানা জাবির হুসাইন চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com