শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০২:০৭ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : সুনামগঞ্জের ছাতক উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ২ ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন। গুরুতর আহতদের স্থানীয় বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন উপজেলার পীরপুর গ্রামের মাসুক আলীর ছেলে বতু মিয়া (৪৫) ও একই গ্রামের শমসের আলীর ছেলে কবির আহমদ (২৫)।
জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার পীরপুর গ্রামের কবির আহমদ ও একই গ্রামের সেলিম মিয়া পক্ষের মধ্যে রক্তক্ষয়ী এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে প্রতিপক্ষের দেশিয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই কবির আহমদ নিহত হন। অপরদিকে গুরুতর আহত বতু মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। ছাতক থানার ওসি (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।