সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৭ অপরাহ্ন
আশরাফ আহমেদ, এম.সি কলেজ (সিলেট) সংবাদদাতা: সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুল কুদ্দুস।
বৃহস্পতিবার (১৫ মার্চ) বিকেলে শিক্ষামন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব ফাতেমা তুল জান্নাতের সাক্ষরিত এক প্রঙ্গাপনের মাধ্যমে এমসির এই উপাধ্যক্ষকে সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়।
শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গোলাম কিবরিয়া তফাদার অবসরে যাওয়ার পর থেকে গত কিছুদিন থেকে গুরুত্বপূর্ণ এই পদটি খালি পড়েছিল, অবশেষে এমসি উপাধ্যক্ষ দ্বারা সেটি পূর্ণ করা হল।
উল্ল্যেখ্য, এমসি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ প্রফেসর মুহা হায়াতুল ইসলাম আকঞ্জি গত ১৮ ডিসেম্বর সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পদে বদলির অাদেশে অধ্যাপক আব্দুল কুদ্দুছ ৪ জানুয়ারি উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহন করেন।