শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৫২ অপরাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পাউবো কমিটির সভাপতি মোঃ হারুর অর রশিদ, পাওবো কমিটির সদস্য সচিব ও এসও মোঃ ফারুক আল মামুন, জেলা মনিটরিং কমিটির সদস্য প্রভাষক নূর হোসেন, উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার ও সদস্য আতাউর রহমান, সদস্য দিলীপ তালুকদার, উপজেলা কমিটির সদস্য হাবিবুর রহমান, পুর্ব বীরগাও ইউপি চেয়ারম্যান নুর কালাম, সদস্য ও প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, প্রেসক্লাব সাংগঠনিক স¤পাদক হোসাইন আহমদ, অর্থ স¤পাদক সোহেল তালুকদার, সাংবাদিক নুরুল হক প্রমূখ হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন পিআইসি সভাপতি আবু খালেদ চৌধুরী, বদরুল আলম, খয়ের মিয়া, মিজানুর রহমান, জুবায়েল, এওর মিয়া, দিলদার মিয়া, হারুন মিয়া, রওশন আলী, সাইদুল ইসলাম প্রমূখ।
মঙ্গলবার সকাল ৯টা থেকে দিন ব্যাপী ৮টি মটর সাইকেল যোগে হাওর রক্ষা বাধের উপর দিয়ে উপজেলার পুর্ব বীরগাও হতে খাই হাওর ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯নং প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) ও উন্নয়ন ও অনুন্নয়ন প্রকল্প এবং পশ্চিম বীরগাও ইউনিয়নের খাই হাওর ৮, ১৩, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪নং পাথারিয়া ইউনিয়নের খাই হাওর ৫, ৬ সাংহাই হাওর ৪, ৫, ২৩ এবং জয়কলস ইউনিয়নের সাংহাই হাওর ১৬, ২৪নং প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসির) নির্মানাধীন বেরি বাঁধ পরিদর্শন করেন।