রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): দক্ষিণ সুনামগঞ্জে দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ (২৬-৩০) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫টায় উপজেলা দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলার জয়কলস ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার কার্যালয় শান্তিগঞ্জ বাজার সমবায় মার্কেটের ২য় তলায় ভারপ্রাপ্ত সভাপতি দিলীপ কুমার তালুকদারের সভাপতিত্বে, সাধারণ স¤পাদক ও ডুংরিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মোনায়ের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সদস্য প্রভাষক মোঃ নুর হসেন, সদস্য ও প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সদস্যা নারী নেত্রী মোছাঃ তৈয়বুন্নেছা প্রমুখ।
সভায় বিশিষ্ট গ্রাম্য শালিশ ব্যক্তিত্ব ও দর্গাপাশা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ সবুর আলীর মৃত্যুতে মোনাজাতের মাধ্যমে তার আÍার শান্তি কামনা করা হয়।