রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:৫০ অপরাহ্ন
সাইফ উল্লাহ: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের হাজী আছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিবারণ তালুকদারের মৃত্যুতে রোববার দুপুরে বিদ্যালয়ের মাঠ এ শোক সভা অনুষ্ঠিত হয়।
শোক সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন পরিচালনা কমিটি সভাপতি জমশের আলী তালুকদার। সহকারী শিক্ষক আজিজুল হক ও নাজমীন সুলতানা পপির যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু। স্বাগত বক্তব্য রাখেন প্রাধান শিক্ষক আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি জামালগঞ্জ ডিগ্রী করেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাহবুবুল কবির, জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষণ চক্রবর্তী, পরিচালনা কমিটির সভাপতি নুরুল আমিন তালুকদার, নবিবা চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুপেন্দ্র তালুকদার।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অঞ্জন পুরকায়স্থ, শিক্ষক এবিএম মাসুম, ইউপি সদস্য তহুর মিয়া, সদস্যা সাফিয়া বেগম, প্রাক্তন শিক্ষক সৈয়দ আলী হোসেন, শিক্ষার্থী সারজিনা আক্তার, সুইটি আক্তার, সাইফুর রহমান, রুবেল প্রমূখ। শোক সভার শেষে মরহুমের আত্মার প্রতি প্রার্থনা করা হয়।