বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২১ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ একটি আদর্শ ইউনিয়ন।এ ইউনিয়নের তরুণসমাজ অত্যন্ত খোদাভীরু। রাজাগঞ্জ ইউনিয়নকে সর্বপ্রকার অনৈসলামিক কর্মকান্ড থেকে মুক্ত রাখতে ইউনিয়নের তরুণ সমাজ অত্যন্ত তৎপর। সমাজের রন্ধ্রে মিশে থাকা অবহেলিত, অসহায় দুস্থদের পাশে দাঁড়িয়ে আনন্দের খোরাক দিতে রাজাগঞ্জ তরুণসমাজ একটুও পিছেয়ে নয়। গরীব শিক্ষার্থীদের পড়া-লেখার পাশাপাশি তাদের উন্নত ভবিষ্যত গড়ে তোলা ও অসহায়, দরিদ্রদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে কানাইঘাট থানাধীন রাজাগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নয়ামাটি গ্রামের প্রবাসী তরুণরা সর্বস্তরের যুবসমাজকে নিয়ে গঠন করে ” নয়ামাটি খাগড়ীকান্দি লাতাড় যুবঐক্য পরিষদ”। মূলত পরিষদটির কার্যক্রম অনলাইন নির্ভর। ফেসবুক ভিত্তিক গ্রুপ থেকেই পারস্পরিক সিদ্ধান্তানুযায়ী অদ্য ১৩-০৪-২০১৮ ঈসায়ী রোজ শুক্রবার নয়ামাটি খাগড়ীকান্দি মাদ্রাসায় আয়োজন করা হয় অসহায় শিশুদের নিয়ে ফ্রি খতনা ক্যাম্প। এতে ২৩টি গরীব শিশুকে ফ্রি খৎনা, ঔষধপত্র, একেকটি লুঙ্গি ও গেঞ্জি প্রদান করা হয়। সকাল ১০ঘটিকা থেকে রাজাগঞ্জ ইউনিয়ন ক্লিনিকের ডাক্তার শিব্বির আহমদ তার সহযোগীকে নিয়ে বিকাল ৫টা পর্যন্ত অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে খৎনাকার্যক্রম চালিয়ে যান। ডাক্তার শিব্বির আহমদ নাহিদ এবং এলাকার মুরব্বিয়ান তরুণদের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানান এবং তরুণদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন হাজী আহমদ হুসেন, হাজী আহমদ আলী, হাজী মঈন উদ্দিন, জনাব জালাল উদ্দীন, জনাব শমসুদ্দীন, সালেহ আহমদ, সুলতান আহমদ, ইমরান হুসাইন, শরিফ উদ্দিন, ফখরুল ইসলাম, রাসেল আহমদ, নুরুল ইসলাম, নোমান আহমদ, জাহাঙ্গির আলম, আফজল আহমদ প্রমুখ।