সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন
সৈয়দ উমেদ আলী: দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের নাচনী গ্রামের মোঃ বুল মিয়ার ছেলে আলী হুসেন (২৫) সোমবার সকালে বাড়ির পাশে বজ্রপাতে নিহত হন। জানা যায়, সকালে বেতাউকা গ্রামের পূর্বের হাওরে ধান মাড়াইয়ের কল নিয়ে যান, আকাশে মেঘের ভাব দেখে পাশের সবাই অন্যত্র চলে যায়, আলী হুসেন পাশে একটি কারেন্টের পিলারের নিচে অবস্থান করলে বজ্রপাতের শিকার হয়ে নিহত হন। নিহতের মূল বাড়ি হাতিয়া গ্রামে, তিনি নানার বাড়ি নাচনী গ্রামে স্বপরিবারে থাকেন অনেক বছর যাবৎ।
বিকাল সাড়ে ৫টায় প্রথম জানাযার নামায নাচনী গ্রামে ও দ্বিতীয় জানাযার নামায হাতিয়ায় পড়ার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।