শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): দক্ষিণ সুনামগঞ্জের শিমুলবাক ইউনিয়নে সরকারি বিজিএফের চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ৯টা থেকে দিনব্যাপী ইউনিয়নের প্রায় ১ হাজার ৯ শত ৬৯টি পরিবারের মাঝে সরকারের বরাদ্দকৃত ৩০ কেজি চাল ও নগদ ৫শত টাকা বিতরণ করেন শিমুলবাক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.মিজানুর রহমান জিতু।
এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মানছুরুল হক, ইউপি সচিব মিতালী তালুকদার, ইউপি সদস্য আরজান আলী, সৈয়দুর রহমান, হায়াতুল ইসলাম, মকবুল হোসেন, আহমদ আলী, লালাই মিয়া, ইউপি সদস্যা বিলকিছ বেগম, আসিয়া বেগম, নুরুল আমিন, সাকির হোসেন প্রমুখ।
অপরদিকে দক্ষিণ সুনামগঞ্জের পুর্ব পাগলা ইউনিয়ন পরিষদে সরকারী বিজিএফের ৩০ কজি চাল ও নগদ ৫শত টাকা করে বিতরণ করা হয়।
সরকারের বরাদ্দকৃত ৩০ কেজি চাল ও নগদ ৫শত টাকা বিতরণ করেন পুর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দাল মিয়া, কামাল উদ্দীন, ইয়াহিয়া আহমদ, নিজাম উদ্দীন প্রমূখ।