সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৩:১১ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: সুনামগঞ্জের দিরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোনের চৌধুরী (৫৫) ইন্তেকাল করেছেন। তিনি পৌর সদরের সুজানগর গ্রামের মৃত আতাউর রহামান চৌধুরীর ছেলে।
রোববার দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে তিনি মারা যান বলে জানিয়েছেন স্বজনরা। জানা যায়, রোববার বেলা সাড়ে ১১টায় দিরাই সেন মার্কেটের দ্বিতীয় তলায় উঠার সময় সিঁড়িতে হৃদরোগে আক্রান্ত হলে সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেয়ার পর ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য আত¦ীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। রাত ৯টায় সুজানগর ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে দিরাই পৌর বিএনপির সাধারন সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরীর মুত্যৃতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কলিম উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদার, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী আহমদ মিয়া, দিরাই পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল।