শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেস্ক: সারাদেশে বজ্রপাতে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২৫ জন। বুধবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতে হতাহতের এ ঘটনা ঘটে।
এরমধ্যে হবিগঞ্জে ছয়জন, সুনামগঞ্জে দুইজন, মানিকগঞ্জে দুইজন, কিশোরগঞ্জে দুইজন, রাজশাহীতে দুইজন, নীলফামারীতে দুইজন, সিরাজগঞ্জে একজন, গাইবান্ধায় একজন, ময়মনসিংহে একজন, নারায়ণগঞ্জে একজন ও জামালপুরে একজন মারা গেছেন।
হবিগঞ্জ : হবিগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এতে আরও ছয়জন আহত হয়েছেন। মৃতরা হলেন দাইপুর গ্রামের বসন্ত দাশের ছেলে স্বপন দাশ (৩৫), সিরাজগঞ্জ জেলার দত্তকান্দি এলাকার বাসিন্দা জয়নাল উদ্দিন (৬০), নবীগঞ্জ উপজেলার বৈলাকীপুর গ্রামের নারায়ণ পাল (৪০), আমড়াখাই গ্রামের হাবিব উল্লাহর ছেলে আবু তালিব (২৫), লাখাই উপজেলার তেঘরিয়ায় সফি মিয়া (৫৫) ও মাধবপুর উপজেলার রাম কুমার সরকারের ছেলে জোহর লাল সরকার (১৮)। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের বজ্রপাতের তথ্য সংগ্রহের দায়িত্বরত কর্মী আব্দুল নূর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে ছয়জন মারা গেছেন। এ সময় আহত হন আরও ছয়জন। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।
সুনামগঞ্জ : সুনামগঞ্জের ধর্মপাশা ও শাল্লায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- ধরমপাশা উপজেলার সদর ইউনিয়নের দুর্বাকান্দা গ্রামের আব্দুর রহিমের ছেলে জুয়েল আহমদ (১৬) ও শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের কাশিপুর গ্রামের ইসহাক আলীর ছেলে আলমগীর মিয়া (২২)। ধরমাপাশা সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নূর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মানিকগঞ্জ : মানিকগঞ্জের পৃথক স্থানে বজ্রপাতে ছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় ৮ শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার দুপুরে দৌলতপুরের বাঁচামারা ও তালুকনগর এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন তালুকনগর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র সাইফুল ইসলাম অন্তর (১২) এবং বাঁচামারা ইউনিয়নের হাসাদিয়া গ্রামের হাফেজ শেখের ছেলে কৃষক ইয়াকুব আলী শেখ (৪৮)। তালুকনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান ও বাঁচামারা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের নিকলী ও পাকুন্দিয়া উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নের পরিষদপাড়া গ্রামের শাহ জালাল (২৪) ও পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়ন পরিষদের আশুতিয়া গ্রামে দিপালী রানী বর্মণ (৩৫)। নিকলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন ভূঁইয়া ও পাকুন্দিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম মজুমদার দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজশাহী : রাজশাহীর তানোরে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার সকালে উপজেলার দুবাইল ও বাতাসপুর গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। মৃতরা হলেন বাতাসপুর গ্রামের কৃষক আনসার আলী (৩০) এবং দুবইল পূর্বপাড়ার কিশোর সোহাগ আলী (১৬)। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উপ-সহকারী প্রকৌশলী এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
নীলফামারী : বজ্রপাতে নীলফামারীর জলঢাকায় দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে জেলাজুড়ে ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টির সময় বজ্রপাত তাদের মৃত্যু হয়। তারা হলেন উপজেলার বালাগ্রাম ইউনিয়নের শালনগ্রামের আসমা বেগম (৫০) ও কাঁঠালি ইউনিয়নের উত্তর দেশীবাই গ্রামের নূর আমিন (৪৫)। বালাগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম লিপন বিষয়টি নিশ্চিত করেন।
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কাজিপুর বজ্রপাতে সমতুল্লাহ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শাকিল মিয়া (১৫) নামে এক স্কুলছাত্র আহত হয়েছে।
গাইবান্ধা : গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার উদাখালি ইউনিয়নের পশ্চিম ছালুয়া গ্রামের চরে বুধবার সকালে এ ঘটনা ঘটে। মৃত মহর আলী (৩৫) উপজেলার উড়িয়া ইউনিয়নের চর কাবিলপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে। উদাখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ময়মনসিংহ : ময়মনসিংহ সদর উপজেলায় বজ্রপাতে আলাল উদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহের পৃথক স্থানে বজ্রপাতে আরও ১২ জন আহত হয়েছেন।
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের তিলাব গ্রামে বজ্রপাতে কুলফি আক্তার (০৮) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। কুলফি ওই গ্রামের শাহ কামালের মেয়ে।
জামালপুর : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মৌলভীর চরে এ ঘটনা ঘটে। মৃত মো. হাবিবুর রহমান (৪৭) মৌলভীর চরের মৃত আব্দুল মজিদের ছেলে বলে নিশ্চিত করেছেন একই ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য জয়নাল আবেদীন।