মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন
জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার সদর ইউনিয়নের সোনাপুর (মোহনপুর) গ্রামে বসতভিটা নিয়ে সংঘর্ষে ১ জন গুরতর আহত হয়েছে। সোমবার দুপুরে সোনাপুর (মোহনপুর) গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মুছা আলী (৩৮)-কে একই গ্রামের মৃত ফুলু রহমানের ছেলে সবুজ মিয়া (৪৮), সবুজ মিয়ার মিয়ার ছেলে কাউয়ুম মিয়া (২২), মেয়ে লাল মনি বেগম, স্ত্রী মাজেদা বেগমসহ ধারালো দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে প্রাণে মারার উদ্দেশ্য আক্রমণ করলে মুছা মিয়া আর্ত চিকিৎকারে আশপাশের লোকজন ছুটে আসায় স্বাক্ষীগণের সহযোগীতায় প্রাণে বেঁচে গেলেও আশংক্ষাজনক অবস্থায় জামালগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্মরত ডাক্তার মুছাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারে জামালগঞ্জ থানায় আব্দুল সোবাহানের ছেলে মো. রেদুয়ান বাদী হয়ে উপরোক্ত ব্যক্তিগণের বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করেন। পুলিশ সূত্রে জানা যায়, এ ব্যাপারে মামলা প্রক্রীয়াধীন আছে।