শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন
মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার দুপুরে ওই ইউনিয়নের লক্ষীপুর বাজার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার। চলতি বছরের বাজেট পেশ করেন ইউপি সচিব অজিত কুমার রায়।
সাংবাদিক দিল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলার পরিবার পরিকল্পনার কর্মকর্তা মো. জিল্লুর রহমান।
বিশেষ অতিথি উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক জুলফিকার চৌধুরী রানা, প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ, সাংবাদিক ফোরামের সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, সিনিয়র সাংবাদিক সাইফ উল্লাহ, গণ্যমাণ্য ব্যক্তি জিয়া উদ্দিন, ইউপি সদস্য রফিকুল ইসলাম রানা, আসাদ আলী।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইউপি সদস্য দিপক তালুকদার, ইয়াছিন মিয়া, মোশারফ হোসেন, ইউপি সদস্যা আক্তার বানু, লিপি। অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ইউনিয়নের সকল ইউপি সদস্য উপস্থিত ছিলেন।
আগামী অর্থ বছরের ১ কোটি ৭২ লাখ ৩৮ হাজার ৭ শত ৩৮ টাকার উন্মুক্ত বাজেট পেশ করা হয়।