বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : ‘বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রচারিত অনুষ্ঠান, টকশো ও সংবাদ নিয়মিত মনিটরিং করার জন্য কমিটি রয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। দশম সংসদের সপ্তম অধিবেশনে আজ রোববার বিকেলে প্রশ্নোত্তরপর্বে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম ফজিলাতুন নেসা বাপ্পীর এক প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী সংসদকে এমন তথ্য জানান।
অধিবেশনে হাসানুল হক ইনু বলেন, “জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪-এর তৃতীয় অধ্যায়ের ৩.২.২ অনুচ্ছেদে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য বা উপাত্ত পরিহারের জন্য বলা হয়েছে। এই নীতিমালার পঞ্চম অধ্যায়ে কোনো ব্যক্তির ব্যক্তিগত বা গোপনীয় বা মর্যাদাহানিকর তথ্য প্রচার করা যাবে না। নীতিমালাটি কার্যকর করার জন্য ‘সম্প্রচার আইন-২০১৫’ ও ‘সম্প্রচার কমিশন আইন-২০১৫’ প্রণয়ন করা হয়েছে।’
তিনি আরও বলেন, “প্রস্তাবিত আইন দুটি প্রণীত হলে ‘জাতীয় সম্প্রচার কমিশন’ প্রতিষ্ঠিত হবে এবং টকশোর জন্য সুনির্দিষ্ট মানদ- নির্ধারণ করা হবে। ফলে টকশোগুলোতে বিকৃত ও অসত্য তথ্য উপস্থাপনের সুযোগ থাকবে না। এ ছাড়াও বর্তমানে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল কর্তৃক প্রচারিত অনুষ্ঠান, টকশো ও সংবাদ নিয়মিত মনিটরিং করার জন্য একটি কমিটি রয়েছে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘সরকারি ও জাতীয় ইলেকট্রনিক গণমাধ্যম হিসেবে বাংলাদেশ টেলিভিশন জাতির কাছে পুরোপুরি দায়বদ্ধ। বাংলাদেশ টেলিভিশন হতে বিকৃত ও অসত্য তথ্য প্রদান করে জনগণকে বিভ্রান্ত করার মতো কোনো অনুষ্ঠান বা টকশো প্রচার করার সুযোগ নেই।’
এদিকে বেগম পিনু খানের অপর এক প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, ‘বেসরকারি মালিকানাধীন টেলিভিশন চ্যানেলে বা পত্রিকায় ব্যক্তিস্বার্থ উদ্ধার এবং ব্যক্তিগত শক্রতা বা বিরোধিতাকে লক্ষ্য করে কোনো পক্ষের বিরুদ্ধে কোনো প্রকার কল্পকাহিনী বা মিথ্যা-বানোয়াট সংবাদ প্রচার করলে সংক্ষুব্ধ ব্যক্তি বা পক্ষ দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিতে পারবেন।’