সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৩ পূর্বাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): দক্ষিণ সুনামগঞ্জে পুর্ব বিরোধের জের ধরে উভয় পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৩ জন গুরুত্বর আহত হয়েছেন। আহতরা হলো হিফজুর চৌধুরী দিদার (৪২) তার স্ত্রী শাহ সালমা হক (৩৮) ও দিলদার চৌধুরী (৩৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ২টায় দরগাপাশা ইউনিয়নের দরগাপাশা গ্রামে ঘটনাটি ঘটে। পুর্ব বিরোধের জের ধরে মৃত শায়েস্তা চৌধুরীর ছেলে দিলদার চৌধুরী ও মৃত সালেহ আহমদ চৌধুরীর ছেলে হিফজুর চৌধুরীর মধ্যে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন ও সময়ে দিলদার চৌধুরী ও দিদার চৌধুরীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংর্ঘষের ঘটনা ঘটে। হিফজুর চৌধুরী ও তার স্ত্রী সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহন করেন এবং দিলদার চৌধুরী পাগলা বাজারস্থ ক্লিনিক থেকে চিকিৎসা গ্রহণ করেন।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দীন চৌধুরী জানান, মারামারির ঘটনা শুনেছি কিন্তু এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।