শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৫ পূর্বাহ্ন
জিয়াউর রহমান, কানাইঘাট (সিলেট) উপজেলা সংবাদদাতা: বিদ্যুতের লোডশেডিংয়ের যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছে কানাইঘাট উপজেলার মানুষ। বহুল প্রতিক্ষিত বিয়ানীবাজার উপজেলার চারখাই গ্রিড স্টেশন চালু আজ। মঙ্গলবার কমিশনিং এর মাধ্যমে চালু করা হয়েছে। ১৫০ এমবি ক্ষমতা সম্পন্ন এ গ্রিড স্টেশন থেকে সিলেটের ১৩ টি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করবে। সকল অপেক্ষার অবসান কাঠিয়ে লোডশেডিং থেকে মুক্তি পাচ্ছে কানাইঘাট। কানাইঘাটের প্রাধান সমস্যার মধো অন্যতম লোডশেডিং বিদ্যুৎ ভেলকিবাজিতে সাধারণ মানুষ অতিষ্ঠ অতিষ্ঠ গ্রহকের মুখো আজ হাসির আলো তবে অনেক গ্রহকের প্রশ্ন আমরা আমরা কী রকমের বিদ্যুৎ সুবিদা পাব। তবে এ ব্যাপারে কানাইঘাট জেনারেল পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম সাথে যোগাযোগ করলে তিনি বলেন চারখাই স্টেশন চালু হলে লোডশেডিং কমে আসবে। তিনি বলেন, আবহাওয়া প্রতিকুল থাকলে বিদ্যুৎ সরবরাহে বিঘœ ঘটে। এছাড়া কিছু কিছু পরাতন লাইনের কারণে যান্ত্রিক সমস্যা হয়ে থাকে। পল্লী বিদ্যুৎ সংশ্লিষ্টরা জানান, এরই মধ্যে গ্রিড স্টেশনের সাথে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (পাওয়ার স্টেশন) সংযোগ লাইন স্থাপন করা হয়েছে। একই সাথে কানাইঘাট ও জকিগঞ্জের সাব স্টেশনের সংযোগ লাইন স্থাপন সম্পন্ন হয়েছে।