রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
শাওয়ালের চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ

শাওয়ালের চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ

আমার সুরমা ডটকমশাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় শনিবার ঈদুল ফিতর উদযাপন করবেন বাংলাদেশের মুসলমানরা। ঈদ মুবারক!

শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী মতিউর রহমান সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

চাঁদ দেখা কমিটির এ ঘোষণার সঙ্গে সঙ্গে বাড়িতে বাড়িতে শুরু হয়েছে উৎসবের প্রস্তুতি। প্রতিবারের মতো এবারও চাকরিজীবী ও ব্যবসায়ী অনেকে ছুটিতে নগর ছেড়ে সপরিবারে গ্রামে গেছেন স্বজনদের সঙ্গে ঈদ করতে।

কয়েকটি জেলায় ঈদের চাঁদ দেখা যাওয়ার খবর কমিটির কাছে এসেছে জানিয়ে ‘ঈদ মোবারক’ বলে দেশবাসীকে শুভেচ্ছা জানান ধর্মমন্ত্রী।

বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন তিনি।

শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় এ বছর বাংলাদেশে ২৯ দিনেই রমজান মাস শেষ হচ্ছে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোও এবার ২৯ দিন রোজা করে শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করেছে।

আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশেও বিভিন্ন জেলার শতাধিক গ্রামে শুক্রবার ঈদ উদযাপিত হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com