মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
মুহিত চৌধুরী কবি-সাংবাদিক-গীতিকার-নাট্যকার-ঔপন্যাসিক এবং সংগঠক, বহুমাত্রিক পরিচয়ে তিনি পরিচিত। পরিশীলিত সাহিত্যবোধের অধিকারী তিনি। সিলেটে অনলাইন সাংবাদিকতার বিকাশে তাঁর রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। তাকে অনলাইন সাংবাদিকতার প্রতিকৃৎ বলা হয়।
শনিবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে মুহিত চৌধুরীকে নিয়ে সতীর্থদের এক আড্ডায় বক্তারা এসব কথা বলেন।
কবি নাজমুল হক নাজুর সঞ্চালনায় এবং কবি পূলিন রায়ের সভাপতিত্বে আড্ডায় বক্তব্য রাখেন সাংবাদিক আ ফ ম সাঈদ, কবি ফজলুররহমান বাবুল,সিলটিভির প্রতিনিধি লতিফুর রহমান উজ্জ্বল, নিবেদিত কবিতা পাঠ করেন কবি জওয়াহের হোসেন এবং সংগীত পরবেশন করেন বিশিষ্ট শিল্পী আয়শা রুনা।
কবি মুহিত চৌধুরী তাঁর বক্তব্যে এ ধরনের একটি আড্ডা আয়োজনের জন্য সতীর্থদেরকে ধন্যবাদ জানান।